Home » সারাদেশ » ফুলের শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

ফুলের শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ :

জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত, ভালোবাসায় গা
ভাসালো নওগাঁ-৩ আসনের নবনির্বাচিত নৌকার মাঝি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন। মহাদেবপুর-বদলগাছির আমজনতা দ্বাদশ জাতীয় সংসদে তাকে দেখতে চান মন্ত্রী হিসেবে। সোমবার সৌরেন্দ্রনাথ চক্রবত্তীকে শুভেচ্ছা জানাতে জনতার ভীড় বদলগাছীর আর বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে। পুষ্পমাল্য ও ফুলের তোরা হাতে নিয়ে লাইন ধরে একের পর এক শুভেচ্ছা জানানো হয়। সোমবার সকাল থেকেই বালুভরা আর বি স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয় শুভেচ্ছা জানানোর পালা। বেলা যতই বাড়ে ততই নেতা কর্মিসহ সাধারণ জনতার ভীড় জমে উঠে স্কুল মাঠ, স্থানীয় বাজার এলাকা, রাস্তাঘাটসহ আশে পাশে এলাকা। রাস্তায় যানজট সৃষ্টি হয়। উৎসুক জনতা দু-আড়াই কিলো দূরে মোটর সাইকেল যানবাহন রেখে পায়ে হেঁটে স্কুল মাঠে জমায়েত হয়। জনতার মুখে মুখে একটি গুঞ্জন, এবার আমরা যোগ্য এমপি নির্বাচিত করেছি এবং তিনি মন্ত্রীত্ব পাবেন। এলাকার নেতা কর্মিসহ সাধারণ জনগণের মতামত জানতে চাইলে তারা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে নওগাঁ ৩-আসনে নৌকা দিয়েছেন আমরা তাকে বিপুল ভোটে নির্বচিত করেছি। এখন আমাদের দাবি সৌরেন্দ্রনাথকে মন্ত্রীর পদ দিতে হবে। আশা করি মাননীয় প্রধান মন্ত্রী জনগনের ইচ্ছার প্রতি ফলন ঘটাবেন । জনগণের উদ্দেশ্যে সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি এমপি নয় এমপি আপনারা, এ বিজয় আপনাদের। বিজয় মহাদেবপুর -বদলগাছী বাসীর। এলাকার যে সব কাজ বাঁকি আছে তা করা হবে। এছাড়া অনেক বড় বড় কাজ করার পরিকল্পনা আমার আছে। সেটা জনগণের পরামর্শ নিয়ে করা হবে। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের নিয়ে কাজ করতে চাই। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যা করা প্রয়োজন সেটা আপনাদের নিয়েই হবে। সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী১৩৮,৫৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি মঞ্জুরুল আলম মন্জু,মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ধলু, শফিকুল ইসলাম প্রমুখ।

0 Shares