Home » জাতীয় » বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপকরণ বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপকরণ বিতরণ

 

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্থিক সাহায্য,গবাদী পশু,বাইসাইকেলসহ নানা উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব উপকরল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সাইফুল কবীর,বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম,শামস সাদাত মাহমুদউল্লাহ।


অনুষ্ঠানে উপজেলার গাজীরটেক ও চরভদ্রাসন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের ৬০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে ডায়েরী, ভিক্ষুক পূনর্বাসন এর আওতায় ৫ জনকে গবাদী পশু ও একজনকে একটি দোকান ঘর নির্মান,বাল্যবিবাহ নিরোধ এর লক্ষে চর হরিরামপুর ইউনিয়নের ১০ জন শিক্ষার্থী নিয়ে গঠিত টিম এর প্রত্যেককে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া উপজেলার নদী ভাঙ্গন ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৮ পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বি এস ডাঙ্গী মডেল স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা।r

0 Shares