Home » জাতীয় » বাংলাদেশ. AIIB’র মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি

বাংলাদেশ. AIIB’র মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি

 

ঢাকা :

বাংলাদেশ সরকার ও Asian Infrastructure Investment Bank (AIIB) এর মধ্যে Bangladesh COVID-19 Emergency and Crisis Response Facility Project প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি গত ২৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং AIIB’র পক্ষে Investment Operations Region 1 এর Vice President D J Pandian ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থ বিভাগের উদ্যোগে গৃহীত এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। এ ঋণের উদ্দেশ্য হচ্ছে কোভিড-১৯ সৃষ্ট বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় গৃহীত কার্যক্রমের জন্য বাজেট সহায়তা প্রদান। এ প্যাকেজের অংশ হিসেবে বৈশ্বিক মহামারির প্রভাব হতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং কুটির শিল্পকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সরকার এসএমই ও কুটির শিল্পগুলোকে স্বল্প সুদে ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। এ কার্যক্রমে সরাসরি অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে AIIB হতে প্রাপ্ত এ ঋণের উদ্দেশ্যে বাস্তবায়িত হবে।

AIIB হতে প্রাপ্ত এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ৮ বছরে পরিশোধযোগ্য। বর্ণিত ঋণের সুদের হার ০.৮৪% এবং ফ্রন্ট এন্ড ফি হিসেবে ০.২৫% এবং কমিটমেন্ট ফি হিসেবে অব্যয়িত অর্থের ০.২৫% পরিশোধ করতে হবে।r

0 Shares