Home » জাতীয় » বিসিক চামড়া শিল্প নগরীর প্লট বরাদ্দ বিষয়ক পূর্ণাঙ্গ নীতিমালার খসড়া প্রণয়নের নির্দেশ শিল্প সচিবের

বিসিক চামড়া শিল্প নগরীর প্লট বরাদ্দ বিষয়ক পূর্ণাঙ্গ নীতিমালার খসড়া প্রণয়নের নির্দেশ শিল্প সচিবের

 

 

১০ মে, সাভার (ঢাকা):

 

শিল্প সচিব জাকিয়া সুলতানা মঙ্গলবার ঢাকার সাভারে বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বিসিক চামড়া শিল্প নগরীর জন্য প্লট বরাদ্দ বিষয়ক একটি পূর্ণাঙ্গ গাইডলাইন/নীতিমালার খসড়া প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

 

তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভুপৃষ্ঠের উপরিস্থ পানি ব্যবহার ও শিল্প নগরীতে ব্যবহৃত পানিকে পুনর্বার কাজে লাগানোর টেকসই পদ্ধতি বের করার তাগিদ দেন। প্রতি মাসে অন্তত একবার ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার স্যাম্পল সংগ্রহপূর্বক সংশ্লিষ্টদের নিকট প্রতিবেদন প্রেরণের জন্য পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে পরামর্শ প্রদান করেন।স্যাম্পল কালেকশন পয়েন্ট তৈরির জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া তিনি ওভারহোলিং, অপারেশন ও মেইনটেনেন্সসহ সার্বিক কার্যক্রমের সময়ভিত্তিক কর্মপরিকল্পনা দ্রুত দাখিলের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

শিল্প সচিব বলেন, পবিত্র ঈদুল আযহার পূর্বে নির্ধারিত সেডিমেন্টেশন ট্যাংক নির্মাণের কাজ শেষ করতে হবে। পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিসিকের চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিল্প সচিব ট্যানারি এলাকায় গাছের চারা রোপণ করেন।

0 Shares