দিনাজপুরের হাকিমপুরে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই উত্তরপাড়া (টুব্বগী) গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন :
শিক্ষিকা চন্দনা সাহা এখন মুদিদোকানী
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা গতকালের বিজয়ীদের তালিকা
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন, আলীহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৭) বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।