Home » জাতীয় » বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ১২বছরের বেশি বয়সিদের জন্য ৩০টাকা

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ১২বছরের বেশি বয়সিদের জন্য ৩০টাকা

 

ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ১২বছরের বেশি বয়সিদের জন্য ৩০টাকা ও ৬-১২বছর বয়সিদের জন্য ১৫টাকা করা হয়েছে। এছাড়া, ০-৫বছর বয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে__পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। -ত.বি.
#

0 Shares