ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ১২বছরের বেশি বয়সিদের জন্য ৩০টাকা ও ৬-১২বছর বয়সিদের জন্য ১৫টাকা করা হয়েছে। এছাড়া, ০-৫বছর বয়সি শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে__পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। -ত.বি.
#