এম এ রহিম, বেনাপোল যশোর:-
বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ১৬ বাংলাদেশি যুবক যুবতীকে
বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয পুলিশ। এদের মধ্যে ১০জন পুরুষ ও ৬জন নারী। তাদেদর বাড়ি রাজশাহী.দিনাজপুর যশোর। খুলনা.বান্দরবন.ঠাকুরগাঁও নড়াইল জেলার। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বৃহস্পতিবার বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে
তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।
ওসি ইমতিয়াজ ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান
ফেরত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের ১৬জন নারী পুরুষ রয়েছে। ভারতে মেদনীপুর জেলহাজত শেষে তাদেরকে পাঠানো হয় নিলুয়া শেল্টার হোমে। পরে দু দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট দফতরের সহযোগিতায় দেশে ফিরেছেন তারা।
ফেরত আসা বাংলাদেশীরা ভারতের পুলিশের হাতে আটক হয়ে অবশেষে আইনী প্রক্রিয়া শেষে ফেরেন দেশে।
ওসি ইমতিয়াজ আহসান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে ।