Home » আন্তর্জাতিক » মধ্যরাতে গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ কোভিড রোগীর মৃত্যু

মধ্যরাতে গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ কোভিড রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

 

ভারতের গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

মর্মান্তিক ঘটনাটির বিভৎস কিছু ছবিতে স্ট্রেচার ও শয্যায় কয়েক রোগীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সকাল সাড়ে ৬টা নাগাদ মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের পরপরই ১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামাকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, আগুন ও তার ধোঁয়ার প্রভাবে কোভিড ওয়ার্ডের ১২ রোগী মারা গেছেন।

বাকি ৬ জনের মৃত্যু অগ্নিকাণ্ডে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে বিষয়ে জানা যায়নি।

কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে একটি ট্রাস্ট পরিচালিত হাসপাতালটিতে শুক্রবার রাত ১টার দিকে লাগা আগুন অগ্নিনির্বাপক কর্মিরা ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন আইসিইউতে ছিলেন।

আগুন লাগার পর স্থানীয়রা ও অগ্নিনির্বাপককর্মিরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

0 Shares