Home » সারাদেশ » মুক্তাগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা

মুক্তাগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা

 

মীর সবুর আহম্মেদ,

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছায় গতকাল আসন্ন শারদীয় দুর্গোৎসব ‘২৪ আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ ভক্ত পূজারীবৃন্দ অংশগ্রহণ করেন । উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার,সহকারী কমিশনার (ভূমি) , স্বপন কুমার দাস,সভাপতি পূজা উদযাপন কমিটি,মুক্তাগাছা শাখা , ফারুক আহাম্মদ,অফিসার ইনচার্জ , মুক্তাগাছা থানা প্রমুখ । উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সনাতনী ভক্ত পূজারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ওলামা মাশায়েখসহ শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় পূজা উদযাপনের শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা বজায়,যানজট নিরসন,ভক্ত,পূজারী,দর্শনার্থীর নিরাপদ আগমন-প্রস্থান,হাইওয়ের পাশে মণ্ডপ তৈরিতে নিরুৎসাহিত করণ,দায়িত্বরত মহিলা আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা,সেনিটেশন ও নির্দিষ্ট সময়ে ডিউটি পালন,নিরাপদ বিদ্যুৎ সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিতরণ,সার্বক্ষণিক মনিটরিং কল্পে ইন্টারনেট/মোবাইল যোগাযোগ নিশ্চিতকরণ,নিরাপদ যোগাযোগ ব্যবস্থাপনা উন্নীতকরণ,বিকল্প আলোর ব্যবস্থা, মণ্ডপের আশেপাশে অহেতুক বা সন্দেহজনক আনাগোনা রত ব্যক্তি/গোষ্ঠীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ,রেজিস্ট্রেশনবিহীন বাইক,থ্রি হুইলার চলাচল ও বোতলজাত দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি, উস্কানি বা আপত্তিকর আচরণে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে প্রশাসন,পূজা উদযাপন কমিটি,নির্দিষ্ট ভলান্টিয়ার টীম,রাজনৈতিক সংগঠন,মিডিয়ার সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় ।
ধর্মীয় আচার অনুষ্ঠান ও পারস্পরিক মূল্যবোধ,প্রীতি বন্ধন, জাতি-ধর্ম-বর্ণবৈষ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্বল ও ঐতিহাসিক লীলাভূমি বাংলাদেশ বিশ্বের কাছে সমাদৃত ও ইতিহাস স্বীকৃত ।

0 Shares