Home » সারাদেশ » মুন্সীগঞ্জের ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসাম গ্রেফতার

মুন্সীগঞ্জের ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসাম গ্রেফতার

 

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল সিরাজদিখান থানার চরকুন্ডলিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি রুবেল উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলো।

বিকালেই গ্রেফতারকৃত আসামিকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।

0 Shares