ঢাকা : দেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে সুপরিচিত উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস। সংস্থাটি সম্প্রতি নিজেদের কর্মিদের বীমা সুবিধা প্রদানের জন্য মেটলাইফের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ চুক্তির অংশ হিসেবে, আত্মবিশ্বাসের ৩৩২ জন কর্মি জীবনহানি বা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন।বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মিদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে আত্মবিশ্বাস ।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আত্মবিশ্বাস সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়নে কার্যকর ও টেকসই প্রকল্প পরিচালনার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে।
দেশজুড়ে প্রায়১০ লাখের বেশি গ্রাহকএবং ৯শ’র বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মি ও তাদের ওপর নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করে আসছে মেটলাইফ। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের ২,৮৯৫ কোটি টাকা এবং গত ৫বছরে ১১,৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের এক্সিকিউটিভ ডিরেক্টর আকরামুল হক বিশ্বাস এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
– সংবাদ বিজ্ঞপ্তি