Home » সারাদেশ » মোরেলগঞ্জে পঞ্চকরনে পুল ভেঙ্গে দুর্ভোগে হাজারো মানুষ

মোরেলগঞ্জে পঞ্চকরনে পুল ভেঙ্গে দুর্ভোগে হাজারো মানুষ

 

 

এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী খালের পুলটি ভেঙ্গে পড়ে শত শত শিক্ষার্খী সহ হাজারো জনসাধারণ চরম ভোগন্তির শিকার হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ইউনিয়নের মহিষচরনী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী সহ হাজার হাজার লোক যাতায়াত করে। এ পুল দিয়ে মহিষচরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষচরনী বাইতুর রহমান জামে মসজিদ সংলগ্ন মসজিদভিত্তিক পাঠাগার, ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়াও কাটাবুনিয়া, ঢুলিগাতী বাজার, ঐতিহ্যবাহী হেমড়া বাজার, ফুলহাতা, দৈবজ্ঞহাটী, সোনাখালী, গজালিয়া, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে যাতায়াতের জন্য এ পুলটি ব্যবহ্নত হচ্ছে।
এ ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ হাওলাদার জানান, জনদুর্ভোগ নিরসনে খেয়ায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসী এশারাত শেখ, শহিদুল ইসলাম, খলিল মুন্সী, গিয়াস উদ্দিন, মারুফ হাওলাদার বলেন, এ পুলটি ভেঙ্গে যাওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। এখানে ব্রিজ নির্মাণের দাবি জানাই স্থানীয় সংসদ সদস্যর নিকট।
এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, দুপুরে মালমাল বহনকারী একটি ইজি নিয়ে পুলটি ভেঙ্গে পড়ে। এতে ইজিবাইক চালক আলাউদ্দিন খান আহত হয়। ২৫ বছর আগে এ পুলটি নির্মিত হয়। এরপর বহুবার সংস্কার হয়েছে। সবশেষে ১ মাস পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে এ পুলটি সংস্কার করা হয়েছিল।
উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আরিফুল ইসলাম জানান, এলজিআরডি’র বরাদ্দ কিংবা আইডিভূক্তর প্রেক্ষিতে পুলটি নির্মাণ হবে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান অবহিত করেছেন। উপজেলা পরিষদ কিংবা এলজিআরডি’র দপ্তরের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে ।

0 Shares