Home » সারাদেশ » যাত্রী – পরিবহন শ্রমিকদের মধ্যে বাক বিতণ্ডা,কৃষক দু:শ্চিন্তায়

যাত্রী – পরিবহন শ্রমিকদের মধ্যে বাক বিতণ্ডা,কৃষক দু:শ্চিন্তায়

বেনাপোল, যশোর প্রতিনিধি :
জালানি তেলের মূল্য বৃদ্ধিতে যশোরের শার্শা ও বেনাপোলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটছে। বেশি ভাড়া নেয়ার বিস্তর অভিযোগ যাত্রীদের। ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষকরা পড়েছেন দু:শ্চিন্তায়। আমন আবাদ ব্যাহতের আশংকা চাষিদের।
বেনাপোল যশোর ও ঢাকা মহাসড়কে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার থেকেও বেশা ভাড়া নিচ্ছেন পরিবহন শ্রমিকরা এমন অভিযোগ। ফলে যাত্রীদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হচ্ছে। নিন্ম আয়ের মানুষ ও চাকরিজীবীরাও পড়ছেন সমস্যায়। তবে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে বলে জানান তারা ।
ডিজেলের দাম কমানোর দাবি চাষিদের, ভর্তুক্তিদিয়ে হলেও জালানি তেলের দাম কমানোর দাবি ভুক্তভোগীদের।

0 Shares