Home » জাতীয় » রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রাজশাহী :
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এইদিন পবিত্র ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেন।
দিনটি উপলক্ষ্যে প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে জামাতটি হযরত শাহ্মখদুম দরবার শরীফের দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।-ত.বি.

0 Shares