Home » জাতীয় » শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল, এটি এক ধরনের বৈষম্য – সামান্তা শারমিন

শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল, এটি এক ধরনের বৈষম্য – সামান্তা শারমিন

 

নিউটার্ন ডেস্ক :
এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনছবির উৎস,NCP
জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।”বিবিসি

বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে মিজ শারমিন বলেন, এটি এক ধরনের বৈষম্য।

এনসিপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

যদিও, ইসি শাপলা কলিকে তালিকাভুক্ত করলেও, এখনো কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি।

সেমিনারে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়।

“তবে শাপলা প্রশ্নে আমরা আপসহীন,” যোগ করেন তিনি।

মি. পাটওয়ারী আরো বলেন, “ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।”

0 Shares