Home » জাতীয় » সাদা বুলেট-জামিমা ইসলাম

সাদা বুলেট-জামিমা ইসলাম

(মনিমায়া সিরিজ গোয়েন্দা কাহিনি)

পর্ব-৬

মিতুল মুখে একধরণের অগ্রাহ্যতার ভাব দেখিয়ে বলল,“অনুগ্রহ করে আমাকে মিতু ডাকবেন। সবাই আমাকে-”

মিতুলের কথা শেষ না হতেই সাইমান বললেন,“মিতু, তুমি তোমার ঘরে যাও।” সাইমান মিতুল না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর বললেন,“ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। কয়েকদিন ধরে কেমন যেন অদ্ভুদ আচরণ করছে। যাহেোক, আপনারা কিছু মনে করবেন না। আমি যাচ্ছি, আপনারা জার্নি করে এসেছেন, হাত-মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে, খেতে আসেন।”

রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যখন উঠলেন তখন সারা বাড়িতে একরকম হৈ-চৈ শুরু হয়ে গিয়েছে। মনিমায়া সকাল সকাল উঠে যখন বসার ঘরে এলেন দেখলেন মিতুলকে তার বাবা বললেন,“মিতু, রেডি হ। তোকে আজ একটা জায়গায় নিয়ে যাব।”

“জায়গাটায় যেহেতু আমিও যাচ্ছি, তখন আমার জানা দরকার। আগে বল কোথায়।” মিতুল বাবার দিকে তাকিয়ে বলল।

“মা ফাতিহার কাছে নিয়ে যাব।”

“দরবেশ?”

“হ্যা। তোকে জ্বিনে ধরেছে। জ্বিনের কবল থেকে রক্ষা করা লাগবে। আর যাতে তাকে দিয়ে তো আর জ্বিন নামানোর কাজ হয় না, একজন এক্সপার্ট দরকার হয়। আর আমাদের এখানে এরকম একজন মানুষই আছে, মা ফাতিহা।”

“আমি যেতে পারব না। আর আমাকে জোর করার চেষ্টা করো না, লাভ হবে না।”

“আজ আমি কোনো না শুনতে  চাই না।”

“কিন্তু বাবা আমার ১৫ বছর বয়স হয়েছে। এই বয়সে অন্তত আমি কোথায় যাব না যাব সেটা আমিই ডিসাইট করতে পারি।”

“আমি তোকে রেডি হতে বলেছি মিতু।” এবার বেশ জোরেই বললেন সাইমান।”

“দাড়ান, আমি মনে করি আপনার এটা করা ঠিক হচ্ছে না।” বললেন মনিমায়া।

(চলমান)

0 Shares