মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে শুরু হচ্ছে শিব চতুর্দশী মেলা। আগামি ১১ মার্চ মেলা শুরু হয়ে চলবে ১৩ তারিখ পর্যন্ত।প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই মেলার কার্যক্রম শুরু হয়।কিন্তু এই বছর মহামারী করোনা ভাইরাসের কারণে পিছিয়ে পড়েছে।দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ তীর্থ করতে আসেন এই সময়ে। প্রতিবছর বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে এই মেলা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই মেলা তিনদিন পর্যন্ত থাকে। পবিত্র ও আত্মশুদ্ধি লাভের আশায় স্নান করেন এবং শিব পূজায় মগ্ন ও ব্যসকুন্ডে স্নান করেন। মেলা তিনদিন হলেও দীর্ঘ একমাস থাকে। সীতাকুণ্ড কলেজ রোড থেকে বিভিন্ন ধরনের অস্থায়ী স্টল ও স্থানীয় দোকানে রং বেরঙের কাঁচের চুড়ি, খেলনা, ম্যাজিক শো, সার্কাস শো, খেলনা, খাবানের দোকান দেখা যায়।
আরও পড়ুনঃ সুনামগঞ্জে কুন্দানালা সেতুর ১৫ কোটি টাকা গেলো জলে
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
মূল পাহাড়ের পথ শুরু হয় ২ নম্বর গেট থেকে। ব্যাসকুন্ড পুকুর, শংকর মঠ, সীতা মন্দির, হনুমান মন্দির, সম্ভুনাথ মন্দির, বীর পক্ষ মন্দির এবং চন্দ্রনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের মূল আকর্ষণ। এই সময় তীর্থ যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা, নিরাপত্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ তথ্য প্রদানসহ নানা সেবা নিয়ে প্রস্তুত থাকেন সাদা পোশাকের পুলিশ, র্যাব, আনসার বাহিনী, সীতাকুণ্ড মেলা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনসমূহ। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়।r
Newturn24.com Latest News Portal