সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সমর কুমার পাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ,দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দাস, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা,জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, গণপূর্ত অধিদফতর এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, পানি স¤পদ পরিকল্পনা সংস্থার নির্বাহী প্রকৌশলী তুষার আহমেদ সোহাগ,পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট দিপঙ্কর মোহন্ত, ইসলামিক ফাউ-েশন এর উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, জেলা র্ব্যাক এর সমন্বয়ক একে আজাদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আশিকুর রব।
সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক একেএম রেজাউল আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদুল্লাহ, জেলা কারাগার এর জেলার মো. আবু সালাম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার বুসু,পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যব¯হাপক মো. সেলিম আহমেদ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক রবীন আচার্য প্রমুখ। উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করার আহ্বান জানান।