Home » সারাদেশ » ২দিন পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হযেছে, কর্মচাঞ্চল্য

২দিন পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হযেছে, কর্মচাঞ্চল্য

এম এ রহিম, বেনাপোল যশোর :

ভারতে দোল উৎসব ও বাংলাদেশের স্বাধীনতা দিবসের সরকারি ছুটির দুই দিনপর
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরছে বন্দরে।চলছে পণ্য লোড আনলোড।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান,সোমবার ভারতে দোল উৎসবের সরকারি ছুটি ও মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছিল বন্ধ।
বুধবার সকাল থেকেই বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক হয়েছে।
এছাড়া বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তপথে পাসপোর্ট যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক।
টানা ২দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন কাজ চলবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

0 Shares