Home » জাতীয় » ২৪ ঘণ্টায় ১ লাখ ৯১ হাজার ৯০ জনের ভ্যাকসিন গ্রহণ

২৪ ঘণ্টায় ১ লাখ ৯১ হাজার ৯০ জনের ভ্যাকসিন গ্রহণ

 

ঢাকা :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১ লাখ ৯১ হাজার ৯০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজে ১৯ হাজার ৫২০ জন এবং দ্বিতীয় ডোজে ১ লাখ ৭১ হাজার ৫৭০ জন ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম ডোজে ১১ হাজার ৭৫৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৬৭ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১ লাখ ৬ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ৬৪ হাজার ৮৯১ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৮১ লাখ ৪৫ হাজার ২৬৬ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৬ লাখ ৮ হাজার ৫৯ জন পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৩৪১ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১৫ লাখ ২৪ হাজার ৭০৯ জন পুরুষ এবং ৮ লাখ ২ হাজার ১৫৭ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

উল্লেখ্য, ২৫ এপ্রিল ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ২৪ হাজার ৩০৭ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

0 Shares