নিউটার্ন ক্রীড়া ডেস্ক : যুব এশিয়া কাপে আফগানিস্তানের পর আজ সোমবার (১৫ ডিসেম্বর) নেপালকেও হারাল বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে পাওয়া ৭ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জুনিয়র টাইগাররা। আর এই জয়ে সেমিফাইনালেও এক পা দিয়ে রাখল আজিজুল-আবরাররা।
নেপাল টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়। জবাবে জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ১৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে ২৮ ও ২৯ রানের মাথায় দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২৮ রানের মাথায় রিফাত বেগ আউট হন ৫ রান করে। এরপর নতুন ব্যাটসম্যান আজিজুল হাকিম ১ রান করেই রান আউটে কাটা পড়েন।
সেখান থেকে আবরার ও কালাম সিদ্দিকী তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১২১ রানের মাথায় সিদ্দিকী ৪টি চারে ৩৪ রান করে আউট হন। কিন্তু আবরার ৭টি চার ও ৩ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনি। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন।
তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন। গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার বেলা ১১টায় শ্রীলঙ্কার যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউটার্ন/এআর
Newturn24.com Latest News Portal