এম এ রহিম,বেনাপোল, যশোর :
দেশের বাজারে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আন্তবর্তীকালিন সরকার। আলুসহ কয়েকটি পণ্য আমদানি শুল্ক কমানোর নির্দেশনা দেয়া য়েছে। ফলে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কমছে আলু ও পেঁয়াজের দাম । প্রতি কেজিতে কমেছে ৫ থেকে ১০টাকা। আমদানি বাড়লে দাম আরও কমার আশা ব্যবসায়িদের।
যশোরের বেনাপোল শার্শা,নাভারন বাগআচড়াসহ বিভিন্ন সবজির বাজারে গত এক সপ্তাহের ব্যাবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ১১০টাকা থেকে কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি প্রতি কেজি ৯৫ থেকে ১০০টাকা। প্রতি কেজি ৫৫ থেকে৬০টাকা হতে কমে আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে৫২টাকা। দেশের বিভিন্ন স্থলপথে আলু ও পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমছে বলে জানান ব্যবসায়িরা। আমদানি ও সরবরাহ বাড়লে দাম আরও কমার আশা করেন তারা ।
তবে ক্রেতাদের দাবি বাজারে আলু ও পেঁয়াজের মজুদ থাকলেও দাম নেয়া হচ্ছে বেশি। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংবাড়ানোর দাবি জানান ক্রেতাসাধারণ।