সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ও বিকেলে চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম এবং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের হামিদপুর গ্রামে এসব ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে। স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী রোহান মিয়া স্কুলে যাওয়ার সময় গাছগড়া নামক স্থানে ভাঙা সড়কের পাশে জমে থাকা পানিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে মধ্যনগর বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান বলেন, অভিভাবক ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বিকেল ৩টার দিকে উপজেলার হামিদপুর গ্রামে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। বাড়ির সামনে থেকে এক বছর বয়সী শিশু মাহফুজ হঠাৎ করে মনাই নদীতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। একই দিনে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সচেতনতামূলক উদ্যোগ নেয়ার এখনই সময়।
Newturn24.com Latest News Portal