নিউটার্ন ডেস্কঃ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে বীমা খাত। আজ গেইনার তালিকার ১০টিই রয়েছে বীমা খাতের কোম্পানি। এদিন অগ্রণী ইন্স্যুরেন্স ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুনঃ দর পতনের শীর্ষে পদ্মা অয়েল
শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০৯ বারে ২ লাখ ৫৪ হাজার ১২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪২২ বারে ৫ লাখ ৮ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৮ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
নিউটার্ন২৪/Rp
 Newturn24.com Latest News Portal
Newturn24.com Latest News Portal
				 
		 
											 
											