বিনোদন ডেস্ক, নিউটার্ন.কম : ‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তারা। আবারো তিনটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন মাহি-সাইমন। সোমবার এসব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান সাইমন। নতুন এই তিন সিনেমার মধ্যে ‘গ্যাংস্টার’ পরিচালনা করবেন শাহীন সুমন। এতে সাইমন-মাহির সঙ্গে থাকবেন শান্ত খান। এছাড়া ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ সিনেমা পরিচালনা করবেন শামীম আহমদে রনি। এসব সিনেমা প্রযোজনা করবে শাপলা মিডিয়া।
সাইমন সাদিক বলেন, ‘আজ অনেক বড় প্রোডাকশন হাউজ শাপলা মিডিয়ার ৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। সবগুলো সিনেমাতেই নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। এই তিনটি সিনেমায় নেওয়ার জন্য শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান সাহেবের কাছে কৃতজ্ঞ।’ সর্বশেষ ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেন সাইমন-মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
নিউটার্ন.কম/এআর
 Newturn24.com Latest News Portal
Newturn24.com Latest News Portal
				 
		 
											 
											