Home » জাতীয় » দরজা আটকিয়ে আতঙ্ক সৃষ্টি

দরজা আটকিয়ে আতঙ্ক সৃষ্টি

 

 

 

ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর) :

মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার অনেক উপায় আমরা দেখিছি। তেমনি এক অন্য রকম এর আতঙ্ক সৃষ্টি করছে একদল মানুষ । তারা গভীর রাতে মানুষের বাসায় গিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিচ্ছে।

অনেকে ধারণা করে চোর এসেছে, অনেকে ধারনা করে নেশাখোরেরা এমন কাজ করছে। অনেকে দরজা বন্ধ দেখে চেচামেচি করছে ডাকাত এসেছে।

এমনি এক পরিস্থিতি মধ্যে দিয়ে জীবন যাপন করছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ। গত (০২মে) রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডে বিশ্বাসপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।

জানা যায়, ভোর রাতে সেহেরি খাওয়ার সময় উঠে ঘরের দরজা খুলতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হন তারা। তারা চেচামেচি করলে পাশের রুমের লোকজনও উঠে এবং তারাও দরজা খুলতে গিয়ে দেখে বাহিরে থেকে দরজা বন্ধ করা। তখন তারা বিভিন্ন উপায়ে লাঠি দিয়ে এক জনের দরজা খুলতে সক্ষম হয় এবং সে সবার দরজা খুলে দেয়। বাহিরে বেড়িয়ে কাউকে নজরে পড়েনি।

এমন পরিস্থিতিতে তারা আতঙ্কিত হয়। এবং তারা ঐক্যবদ্ধ ভাবে এমন পরিস্থিতি মোকাবেলা করবে বলে জানান। তারা আরো বলেন, এটা কোন নেশাখোর লোকের কাজ।

0 Shares