দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ সমাপ্তি হবে। এ উপলক্ষে বুধবার ১১ টা ৩০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন”।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, বিশেষ অতিথি পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক আবু ,শিক্ষা অফিসার শামসুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু ও দেবীডুবা ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র প্রমুখ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে পুষ্টিবার্তা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মায়েদের পুষ্টিবার্তা প্রদান, টিকাদান কেন্দ্রে পুষ্টিবার্তা প্রদানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের আয়াদের পরিবারের মাঝে পুষ্টিমান খাবার বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে।