Home » বিজ্ঞান ও প্রযুক্তি » রবি ও ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড কার্ডের বিএলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধা

রবি ও ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড কার্ডের বিএলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধা

 

ঢাকা :ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি সম্প্রতি রবি’র এলিট গ্রাহক ও কর্মীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।এই কার্ডটি ব্যবহারকারীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেন কে আরও সমৃদ্ধ করবে এবং দৈনন্দিন জীবনে অতিরিক্ত সুবিধা প্রদান করবে।

ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি সমঝোতা স্মারক টি স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার, মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর, মানিক লাল দাস।

কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মিরা আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।এই ক্রেডিট কার্ডে প্রথম তিন বছরের জন্য বার্ষিক ফি মওকুফ করা হবে।থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা।

এই কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু প্রিমিয়াম ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন।এতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জ কি-এর মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১,৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ।

এছাড়াও এই ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন একটির দামে সর্বোচ্চ তিনটি ফ্রি বুফে অফারসহ এক্সক্লুসিভ হোটেল সুবিধা।ঢাকাব্যাংকেরকুইন্টুপলক্রেডিটশিল্ডেরমাধ্যমেসর্বোচ্চ৪০লাখটাকাপর্যন্তআর্থিকসুরক্ষা, ২৪মাসপর্যন্ত০% ইএমআইসুবিধাএবংদেশব্যাপী১০হাজারেরবেশিঅংশীদারপ্রতিষ্ঠানেলাইফস্টাইলপণ্যেবিশেষছাড়।

সমঝোতাস্মারকস্বাক্ষরঅনুষ্ঠানেআরওউপস্থিতছিলেনঢাকাব্যাংকেরসিনিয়রএক্সিকিউটিভভাইসপ্রেসিডেন্টওহেডঅবরিটেইলবিজনেসডিভিশন, এইচ. এম. মোস্তাফিজুররহমান, রবিআজিয়াটারঅ্যাসোসিয়েটডিরেক্টর (কমার্শিয়ালপার্টনারশিপ) মো. সানজিদহোসেন, জেনারেলম্যানেজার (লয়্যালটিওপার্টনারশিপ) এ. এস. এম. ফয়সালএবংজেনারেলম্যানেজার (কমার্শিয়ালপার্টনারশিপ) তানভীরআলম চৌধুরী প্রমুখ।

-সংবাদ বিজ্ঞপ্তি

0 Shares