Home » সারাদেশ » সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিআইসি নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিআইসি নিয়োগে অনিয়মের অভিযোগ

 

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন নিয়ে চরম হট্টগোল ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নীতিমালার তোয়াক্কা না করে অনুমোদিত কমিটি থেকে প্রকৃত কৃষকের নাম বাদ দিয়ে রাতারাতি নাম অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। উপজেলার জামখলা হাওরের ৫০-নং পিআইসি নিয়ে এই তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এমনটাই দাবি স্থানীয় কৃষকদের। জানা গেছে, জামখলা হাওরের ফসল রক্ষায় ৫০-নং পিআইসি গঠনের সময় যাচাই-বাছাই শেষে মুকিত মিয়াকে সাধারণ স¤পাদক করে একটি কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু সেই অনুমোদনের রেশ কাটতে না কাটতেই অদৃশ্য হাতের ইশারায় বদলে যায় কমিটির চিত্র। কোনো কারণ দর্শানো ছাড়াই মুকিত মিয়াকে বাদ দিয়ে সেখানে নাম বসানো হয় এনায়েত হোসেনের। বাদ পড়া সাধারণ স¤পাদক মুকিত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব নিয়ম মেনেই কমিটি হয়েছিল। কিন্তু মনিরুজ্জামান গোপন আতাঁতে আমার নাম কেটে সেখানে এনায়েতকে বসানো হয়েছে। সরকার বদলালেও কিছু কর্মকর্তার চরিত্র বদলায়নি। ” স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ের কর্মকর্তা মনিরুজ্জামান ব্যক্তিগত স্বার্থসিদ্ধির বিনিময়ে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বিতর্কিত ব্যক্তিদের সুবিধা দিচ্ছেন। এতে বাঁধের স্থায়িত্ব ও ফসল রক্ষা নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “পিআইসি গঠনে কোনো ধরনের অনিয়ম বা রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। অনুমোদিত কমিটি কেন এবং কার নির্দেশে পরিবর্তন করা হলো, তা আমরা খতিয়ে দেখছি। যদি উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর।” অন্যদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, “কমিটি সংশোধন করার নির্দিষ্ট নিয়ম আছে। যদি নিয়ম বহির্ভূতভাবে কোনো পরিবর্তন হয়ে থাকে, তবে সেই কমিটি বাতিলের জন্য আমরা সুপারিশ করব।” এদিকে বিতর্কিত ব্যক্তিকে কমিটি থেকে বাদ দিয়ে পুনরায় প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জামখলা হাওর তীরবর্তী এলাকা। দ্রুত এই পকেট কমিটি সংশোধন করা না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।

0 Shares