Home » সারাদেশ » ২১কোটি রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

২১কোটি রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

 

এম এ রহিম বেনাপোল প্রতিনিধিঃ_
ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোল পুটখালির অপজিটে উত্তর ২৪ পরগনার গুনারমাঠ এলাকায় ইছামতীর বুকে ভাসমান নৌকা থেকে বিপুল পরিমাণে সোনা আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার হওয়া ৪১ কেজিরও বেশি সোনার বাজারমূল্য ২১ কোটি রুপিরও বেশি। সবচেয়ে বড়সোনার চালান আটক করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানায়।
বিএসএফ সূত্র জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গুনারমাঠ গ্রামের কাছে ইছামতী নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক এলাকায় নজরদারি শুরু হয়। সাড়ে ছ’টাদিকে ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারী দেখে বিএসএফ জওয়ানরা দলটিকে চ্যালেঞ্জ করে। বেগতিক দেখে চোরাকারবারীরা সমস্ত জিনিস ফেলে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে বাংলাদেশে ফিরে যায়।এর পরেই তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৫টি থলে বাজেয়াপ্ত করে বিএসএফ। ব্যাগ খুলে৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বাট, ১টি সোনার কয়েন এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। ।উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪১.৪৯ কেজি। যার বাজার মূল্য প্রায় ২১ কোটি ২২ লক্ষ টাকা।
এসব বিষয়ে বিজিবি ও পুলিশ জানায় বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন।

0 Shares