Home » সাহিত্য » আজা মা দিবস ———-কাজী রফিক

আজা মা দিবস ———-কাজী রফিক

 

[মাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা]

মা,অবিনশ্বর ছায়ার মতো মিশে আছেে
এক নশ্বর শরীরে,ধ্বনি-প্রতিধ্বনিতে,
আমার অস্তিত্বে ঘড়ির কাঁটার মতো
একটানা চলমান শব্দে।
এই আমি কখনো পাহাড় হয়ে ছুঁতে
চাই আকাশ,শিখর থেকে শিখরে,আসমুদ্র
হিমাচল জয়ের উল্লাসে,সবকিছু তোমার
বিন্দু বিন্দু রক্ত থেকে নির্মিত আমার
অস্তিতের এই অহংকার।
মা, আমিতো তোমার বিপন্ন জীবনেরই দান,
দশমাস দশদিন যত্ন করে রেখেছো অন্তরিক্ষে,
নিজের প্রতিবিম্বে একদিন.একজন শুদ্ধ
মানুষের ছায়া দেখি,একটু একটু করে আত্মবিধুরতা
থেকে খুঁজে পাই তোমার ছবি।
তুমি মা,তোমার অপরিশোধ্য ঋণ
আমৃত্যু বহন করে চলেছি।
  [ মা আছেন মাথার উপর ছায়ার মতো।সালাম মাকে,সকল মাকে সালাম ]

0 Shares