Home » জাতীয় » এনএসসি’র প্রথম সচিব কাজী আনিসুর রহমানের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

এনএসসি’র প্রথম সচিব কাজী আনিসুর রহমানের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

 

ঢাকা :

বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা এবং বাংলাদেশ ক্রীড়া পরিষদ (বর্তমান জাতীয় ক্রীড়া পরিষদ)-এর প্রথম আহ্বায়ক/সচিব, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মোঃ নাজমুল হাসান।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, কাজী আনিসুর রহমান স্বাধীনতার আগে থেকেই ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্ব নেন। বর্তমানে এই পদে সরকার যুগ্ম/অতিরিক্ত সচিবরা পদায়ন হয়। আনিসুর রহমান মাত্র এক টাকার সম্মানীতে কাজ করেছেন। তিনি তার কর্মের মাধ্যমে ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, কাজী আনিসুর রহমান ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯৭৫ সালের ৩১ মার্চ বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার আহ্বায়ক এবং ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ১৬ জুন বাংলাদেশ ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি আজাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ অলংকৃত করেছেন। ১৯৯৭ সালে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র ‘স্পোর্টস ফর অল’ সম্মাননা লাভ করেন। ২০০৭ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।-ত.বি.

0 Shares