Home » সারাদেশ » করোনা টিকার প্রথম ডোজের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি

করোনা টিকার প্রথম ডোজের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি

শহিদ শেখ, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
করোনা টিকার প্রথম ডোজ আজ (বৃহস্পতিবার) থেকে ২৬ ফেব্রুয়ারি
পর্যন্ত দেয়া হবে। এরপর আর কাউকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে
না। ২৬ ফেব্রুয়ারি প্রতিটি ইউনিয়নে করোনার গণটিকা দেয়া হবে।
বুধবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে প্রাণিসম্পদ
প্রদর্শণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকতা সৈয়দ ফয়েজুল ইসলাম এ
কথা বলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা
জনস্বার্থে ব্যাপক প্রচার-প্রচারণা করুন, যাতে কেউ প্রথম ডোজ করোনা
টিকা থেকে বাদ না পরে। জনসচেতনায় আপনাদের ভূমিকা প্রয়োজন। তিনি
আরো বলেন, উপজেলার যে কোন গ্রামের বাসিন্দা যদি তার প্রমাণ কিছু
থাকে তবে কাল থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে
পারবেন। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে গিয়ে গণটিকা নিতে
পারবেন। এতে কোন অনলাইন বা ম্যাসেজের প্রয়োজন হবে না। ১২ বছরের
উর্ধে যে কেউ এ টিকা নিতে পারবেন। তবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম
নিবন্ধন সাথে নিলে ভালো হয়। তিনি জানান সরকারের নির্দেশনা অনুযায়ী
বুধবার জেলায় মিটিং হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কতৃক চিঠি পেয়েছি
তাই এ তথ্য প্রচারের জন্য অনুরোধ হলো।

0 Shares