Home » জাতীয় » কর্মহীনদের মাসব্যাপী রান্না খাবার বিতরণ কর্মসূচি দীঘিনালা জোনের

কর্মহীনদের মাসব্যাপী রান্না খাবার বিতরণ কর্মসূচি দীঘিনালা জোনের

 

লোকমান হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বাত্বক লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে, দীঘিনালা জোনের সেনাবাহিনী|

বৃহস্পতিবার (২২এপ্রিল) ইফতারের পর উপজেলার কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে খাবার বিতরন কর্মসূচি উদ্বোধন করেন, দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহম্মেদ।

এসময় জোনাল স্টাফ অফিসার সিয়াম আহম্মেদ বলেন, রমজান মাসজুড়ে দীঘিনালা জোনের বিভিন্ন এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। লকডাউনের কারণে এলাকার গরীব হতদরিদ্র দিনমজুর মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। যারফলে রমজানের পুরোমাস উপজেলার বিভিন্ন এলাকায় খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
তিনি আরো বলেন, দীঘিনালা জোন পার্বত্য এলাকায় অতীতেও গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলার হেডম্যান পাড়া, আলীনগর, জয় কুমার কার্বারী পাড়া গ্রামের ২শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয় ।

0 Shares