Home » জাতীয় » গাজীপুরে আত্মকর্মসংস্থানের জন্য ৬০ মহিলাকে সেলাই মেশিন দিলেন মেয়র

গাজীপুরে আত্মকর্মসংস্থানের জন্য ৬০ মহিলাকে সেলাই মেশিন দিলেন মেয়র

 

মো. দেলোয়ার হোসেন, গাজীপুর :
গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম তার ছয়দানাস্থ বাসভবন প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই বিতরণ করেন। গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মেয়রের নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন দেয়া হয়।
এ সময় গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ পারভীন, সদস্য হোসনে আরা সিদ্দিকী জুলি ও আয়েশা খাতুন শেলি প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান সেলিনা ইউনুস জানান, চার মাসের প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থী মহিলারা যাতে ঘরে বসে না থাকে এবং কাজ করতে পারে এ জন্য তাদের কর্মসংন্থানের ব্যবস্থা হিসেবে মেয়র মো. জাহাঙ্গীর আলম তার নিজস্ব অর্থায়নে এ সেলাই মেশিনগুলো দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আরো সেলাই মেশিন দেয়া হবে।

0 Shares