Home » জাতীয় » জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ স্বপ্ন নয়, বাস্তবতা — আবুল হাসানাত আব্দুল্লাহ্

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ স্বপ্ন নয়, বাস্তবতা — আবুল হাসানাত আব্দুল্লাহ্

 

 

ঢাকা :

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিকরূপ ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীদের ডিজিটাল বাংলাদেশের এক একজন সদস্য হিসেবে তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়ার সেরালে উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেন। এ মহান নেতা দক্ষ, মেধাবী ও বিশ্ব চ্যালেঞ্জ উপযোগী যুব সমাজ গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ যুব সমাজ উপহার দিতে প্রতিটি বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ যুবলীগের নেতা-কর্মিদেরকে উন্নত বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। তিনি তাদেরকে বরিশালের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে সদা নিয়োজিত থাকার আহ্বান জানান।-ত.বি.

0 Shares