Home » জাতীয় » ডিজিটাল যুগ হবে ক্যাশলেস সোসাইটির যুগ -মোস্তাফা জব্বার

ডিজিটাল যুগ হবে ক্যাশলেস সোসাইটির যুগ -মোস্তাফা জব্বার

ঢাকা :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে প্রচলিত ব্যবসা-বাণিজ্য সঙ্গত কারণেই ডিজিটাল বাণিজ্যে রূপান্তরিত হবে। এটি হবে ক্যাশলেস সোসাইটির যুগ। এরই ধারাবাহিকতায় কাগুজে সভ্যতা বিলুপ্ত হওয়ার পথে।
মন্ত্রী গতকাল ডিজিটাল প্লাটফর্মে ই-ক্যাব আয়োজিত ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল কমার্সকে বাণিজ্যখাত হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। তিনি বলেন, যেকোনো খাত গড়ে তুলতে বাণিজ্যিক সংগঠনগুলো অসাধারণ ভূমিকা পালন করে। দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মাত্র ৩৬ সদস্যের বিসিএস’র মাধ্যমে ৯৮-৯৯ সালে কম্পিউটারের ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের মাধ্যমে কম্পিউটার জনগণের কাছে সহজলভ্য করার প্রচেষ্টা বিসিএস’র সমন্বিত উদ্যোগের ফসল।
মন্ত্রী বলেন, ই-ক্যাব দেশে ডিজিটাল কমার্স রূপান্তরের অগ্রণী সৈনিক হিসেবে কাজ করছে। গ্রাহকরা যাতে কোনোভাবেই প্রতারিত না হয়, সেদিকে ই-ক্যাবকে আরো সচেষ্ট হতে হবে। ডিজিটাল অপরাধ ডিজিটাল প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। যে যত বেশি ডিজিটাল দক্ষ হবে, সে তত বেশি ব্যবসায় সফল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে ই-ক্যাবকে কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ডিজিটাল কমার্সের বিকাশে ডাকঘরের বিশাল নেটওয়ার্ক কাজে লাগাতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ডাক বিভাগ হবে ডিজিটাল কমার্স প্রসারের ডিজিটাল মহাসড়ক।
অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব তমালের সঞ্চালনায় ই-ক্যাবের কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
-ত.বি.

0 Shares