Home » জাতীয় » তাহিরপুরে বিভিন্ন সীমান্তে চুনাপাথর, কয়লা জব্দ

তাহিরপুরে বিভিন্ন সীমান্তে চুনাপাথর, কয়লা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় ও টেকেরঘাট সীমান্তে বিওপির টহল দল অভিযান চালিয়ে কয়লা ও চুনাপাথরসহ ঠেলাগাড়ি আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, লাউরগড় বিওপির টহল দল ২৯ এপ্রিল শুক্রবার ভোর রাতে সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৯০ ঘনফুট ভারতীয় চুনাপাথরসহ ৬টি ভ্যান (ঠেলা গাড়ি) আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা। এছাড়াও টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া নামক স্থান হতে ৯৫০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৩৫০/- টাকা। সর্বমোট সিজার মূল্য ৭৬,১০০/- টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি, কয়লা, চুনাপাথরসহ ঠেলাগাড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 Shares