Home » সারাদেশ » তেঁতুলিয়ায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

তেঁতুলিয়ায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়ায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটে শিশুদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আবৃতি ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, নির্বাচন অফিসার আলী হোসেন প্রমূখ। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী হওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিটি মসজিদ, মন্দির, গির্জা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রর্থনা করা হয়। এছাড়া হাসপাতাল, এতিমখানা, লিল্লাহ বডিং সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 Shares