Home » সারাদেশ » দিনাজপুরে সেপটিক ট্যাংকে হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালকের মৃত্যু

দিনাজপুরে সেপটিক ট্যাংকে হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালকের মৃত্যু

 

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর :
দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার নওখৈর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওখৈর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম(৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ(৩০) । দুই জন পেশায় ভ্যান চালক। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদ্ন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া ঘটনার সত্যাতা নিশ্চিত করেন। এ বিষয়ে ইসবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হায়দার লিটন, স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আমার ইউনিয়নের নওখৈর গ্রামের মহির উদ্দিনের বাসায় সেপটিক ট্যাংকে সাটার খুলার জন্য ভিতরে নামে হেড মিস্ত্রি আলতাফ হোসেন অতঃপর সেপটিক ট্যাংকের ভিতর থেকে চিৎকার শুরু করে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই ভ্যান চালক তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভিতর নামে। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যান চালক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ারা তাদের হাসপাতালে নেয়ার পথে দুই ভ্যান চালকের মৃত্যু হয়। অপরদিকে হেড মিস্ত্রি আলতাফকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

0 Shares