Home » জাতীয় » দুমকিতে সাংবাদিককে হেনস্তা , থানায় ডায়েরি!

দুমকিতে সাংবাদিককে হেনস্তা , থানায় ডায়েরি!

 

মুঃ জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী :

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে বাঁধা প্রদান ও সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, গণমাধ্যম কর্মি সৈয়দ আতিকুল ইসলাম। গত (১৫ মে) পেশাগত দায়িত্ব পালনে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করতে গেলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। এঘটনার পাঁচদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে আমাকে ডেকে নিয়ে গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিলে ২১ মে শুক্রবার সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম ওই ইউপি সদস্যের বিরুদ্ধে শুক্রবার দুপুরে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছন যার
ডায়েরি নং ৭৬৮/২১/৫/২০২১।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, সামান্য একটু গালাগালি করেছি ।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, এবিষয়ে সাংবাদিক সৈয়দ আতিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আইনানুগ গ্রহণ করা হবে বলে জানান।

0 Shares