Home » সারাদেশ » দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত প্রকাশক সম্পাদক-এর স্মরণ সভা অনুষ্ঠিত

দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত প্রকাশক সম্পাদক-এর স্মরণ সভা অনুষ্ঠিত

 

অভয়নগর প্রতিনিধি :
দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি সম্মেলন ২০২২ ও প্রয়াত প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের প্রথম মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোজ (১১/০১/২২)সোমবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জিঃ সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্টাফ রিপোর্টার তাওহীদ আল ওসামা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন স্টাফ রিপোর্টার মিন্টু রায়।

নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী ও মফস্বল সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের যৌথ সঞ্চালনায় বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় পরিচিতি পর্ব ও উম্মুক্ত আলোচনা। আলোচনা শেষে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব নাজমুল হক খোকন, নিবার্হী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম পারভেজ, উপ-সম্পাদক শেখ আক্তারুজ্জামান, আলাউদ্দিন খান হিরা, ইমন হাসান, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খাইরুল বাসার, পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান রাজা, খুলনা ব্যুরো প্রধান রাকিব হাসান, সাতক্ষীরা সংবাদদাতা হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার (মহেশপুর) সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) রুহুল আমীন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিব জিকো, মেহেদী হাসান ইরান, স্টাফ রিপোর্টার আমিনুর রহমান, তাওহীদ আল উসামা, বাগআঁচড়া সংবাদদাতা জয়নাল আবেদীন, কচুয়া সংবাদদাতা নকীব মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ রির্পোটার ও নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বিজ্ঞাপন ম্যানেজার গাজী রেজাউল করিম, মেডিক্যাল রিপোর্টার ডিআর আনিস, প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহম্মেদ ইমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ সুধীজনেরা। দুপুরে ২য় অধিবেশনে প্রয়াত আসলাম হোসেনের প্রথম মৃত্যুদিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অ্যাড. নাসির উদ্দিন, আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মো. তালিম হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বিপুল শেখ, মোস্তফা কামাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল হোসেন বিশ্বাস, কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন বাচ্চু, রকিবুল ইসলাম রুবেল দৈনিক নওয়াপাড়ার কম্পিউটার অপারেটর ইকবাল হোসেন, মাহামুদ ইনতিশার, শেখ আহাদুজ্জামান আহাদ, সাংবাদিক আসাদুজ্জামান হিমু, পত্রিকার মেশিন অপারেটর দেলোয়ার খান, আবু সাঈদ, চালক মো. ইয়াছিন, গেটম্যান মোরশেদ আলম, অফিস সহকারী আরিফুল ইসলাম প্রমুখ। স্মরণ সভা শেষে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মুফতী মো. হেলাল উদ্দিন। বিকালে প্রয়াত আসলাম হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 Shares