Home » সারাদেশ » পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল, আমজাদ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানালো দিনাজপুর আওয়ামী লীগ

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল, আমজাদ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানালো দিনাজপুর আওয়ামী লীগ

স্টাফ রিপোটারঃ
দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে সোমবার। দিবসটি উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আয়োজন করেছে দিনাজপুর আওয়ামী লীগ। একইদিনে জাতীয় সংসদের সাবেক সাংসদ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মরহুম জননেতা আমজাদ হোসেনের ১৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ১২টায় আমজাদ হোসেনের নিজ গ্রাম সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই হাজীপাড়ায় পারিবারিক কবরস্থানে শায়িত তার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পৃথকভাবে শ্রদ্ধা জানান দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজানের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মিরা। এছাড়াও শ্রদ্ধা জানান চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রায়হান শরীফ ও সাধারণ সম্পাদক কাশেম আলীর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মিরা। শ্রদ্ধা শেষে সমাধিস্থলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মিরা।
এরপরেই পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও সাবেক সাংসদ আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য মরহুম ওয়াজেদ মিয়া ও জননেতা মরহুম আমজাদ হোসেনের স্মৃতিচারণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমজাদ হোসেনের ছোট বোন জেসমিন আরা জ্যোৎস্না, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, কোতয়ালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অনেকে। এরপর পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও সাবেক সাংসদ আমজাদ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 Shares