Home » কৃষি » পুষ্টি গুনেভরা খেতে স্বসাদু, চিকন ধান ব্রি ৯৩

পুষ্টি গুনেভরা খেতে স্বসাদু, চিকন ধান ব্রি ৯৩

 

বনোপোল প্রতনিধি:
যশোরের শার্শা বসতপুরে নতুন ব্রি ৯৩ ধানের কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস শস্য কর্তনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক দিপংকর দাস,জেলা মনিটরিং অফিসার হীরক কুমার সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল।
নতুন জাতের এই ধান ১৬০দিন জীবনকালে ফলন দেয়। প্রতি বিঘায় ফলে ২৮ থেকে ৩০মণ। পুষ্টি গুনেভরা খেতে স্বসাদু, চিকন ধান ব্রি ৯৩। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত এ ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। গাছ বড় ও শক্ত হওয়ায় চাল হয় লম্বা ও নরম। কৃষকরা ধানের বিচালি গো খাদ্য হিসেবে বিক্রি করে পান অতিরিক্ত অর্থ। চাষিদের সহযোগিতা দিচ্ছেন কৃষি অধিদপ্তর। আগামী বছরে এই ধান চাষ বৃদ্ধির আশা কৃষি বিভাগের ।

0 Shares