Home » সাহিত্য » পৃথিবী বিপন্ন আজ —আশরাফুল ইসলাম

পৃথিবী বিপন্ন আজ —আশরাফুল ইসলাম

 

বিপন্ন পৃথিবী আজ
বাতাসের সঙ্গে করে লড়াই।
চীন মার্কিন জার্মানি ফ্রান্স
পৃথিবীর তাবৎ সব পরাশক্তি
নাস্তানাবুদ, কত না অসহায়
ক্ষুদ্র এক কীটের কাছে
যেন পরাস্ত সবাই।
তাহলে ভেবে দেখো কিসের
এত বড়াই, এত অহংকার
অদৃশ্য ওই শত্রুর বিরুদ্ধে তোমাদের
কামান বন্দুক রাইফেল বেয়নেট
আধুনিক যতসব মারণাস্ত্র সবই
আজ কতটা ব্যর্থ, অকার্যকর।
মনে কি পড়ে….
তোমাদের নির্যাতনে নিহত
সিরিয়ার যে দেবশিশুটি বলেছিল
“আল্লাহকে আমি বলে দিব সব”
হয়ত সে সবকিছু বলেছে নিশ্চয়ই।
করোনা আজ সব যুদ্ধ সংঘাত থামালেও
সেদিনের সেই মৃত্যু থামাতে পারেনি কেউ
অসহায় পৃথিবী শুধুই দেখেছে
অকালে কত শত প্রাণ ঝরেছে ইরাক
ইরান সিরিয়া আর আফগানিস্তনে।
হয়ত একদিন থামবে ঝড় কোভিডেরও
শেষ হয়ে যাবে প্রকৃতির রুদ্ররোষ
বাতাস করবে খেলা সবুজ প্রান্তরে
পত্র-পল্লবে সুশোভিত হবে বৃক্ষ
ফুলে ফলে ফসলে ভরবে পৃথিবী
কিন্তু হে মানব থামবে কি তোমাদের
তাণ্ডব, মানুষ মারার ভয়ংকর খেলা
কারণে-অকারণে যে নেশায় বুদ
হয়ে আছো তোমরা। অথচ; নিজেরাই
তো জানো না কতটা ঠুনকো আর
অনিরাপদ জীবন তোমাদের।

( লেখা : ১৭-০৪-২০ )

0 Shares