Home » সারাদেশ » বেনাপোল সীমান্ত সড়ক করুন দশায় পরিণত-দুর্ভোগে পথচারি ও স্থানীয়রা

বেনাপোল সীমান্ত সড়ক করুন দশায় পরিণত-দুর্ভোগে পথচারি ও স্থানীয়রা

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল টু গোগা সীমান্ত সড়ক করুন দশায় পরিণত হয়েছে। পিচ ও ইট বালু উঠে বড় বড় গর্তসহ খানা খন্দে পরিণত হয়েছে। কাঁদা পানিতে দুর্ভোগে পথচারি সহ স্থানীয়রা। পৌর এলাকার নাগরিকরাও পড়ছেন ভোগান্তিতে। কর্তৃপক্ষের উদাসিনতাকে দুষছেন ভুক্তভোগীরা। প্রথম শ্রেণির পৌরসভায় এমন সড়ক, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
স্থলবন্দর ও পৌর শহর বেনাপোল বড়আচড়া সীমান্ত সড়কটি ব্যাবহার অুনপোযোগী হয়ে পড়েছে। এছাড়াও গোগা পর্যন্ত সীমান্ত সড়কের একাধিক স্থানেও সৃষ্টি হয়েছে গর্তের। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পড়ছেন চরম দুর্ভোগে। কাদা পানিতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। মরন ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। শিক্ষার্থী,রোগী ও কৃষি পণ্য বহনে নানান বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানান শিক্ষার্থী ও চালকরা।
সড়কে প্রতিনীয়ত ঘটছে দুর্ঘটনা-ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন-বাড়ছে ভোগান্তি। সরকার সহ সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ চান স্থানীয় নাগরিক কামাল হোসেন ও মোহাম্মদ আলী।
গোড়পাড়া টু বেনাপোল সড়কের পাকাকরণে ইতিমধ্যে ডিপিও ভুক্ত করা হয়েছে। অন্যান্য সড়কও পাকাকরণে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রকোশলী এম এম মামুন হাসান।
সড়কটি পাকাকরনের জোর দাবি জানান ভুক্তভোগীরা।

0 Shares