Home » সারাদেশ » বেনাপোল : স্থলপথে বেড়েছে পাসপোর্ট যাত্রীর চাপ

বেনাপোল : স্থলপথে বেড়েছে পাসপোর্ট যাত্রীর চাপ

বেনাপোল প্রতিনিধি :
করোনা শিথিলের পরই ঈদকে সামনে রেখে বেনাপোল স্থলপথে বেড়েছে পাসপোর্ট যাত্রীর চাপ। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কাস্টম ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যাত্রীদের দীর্ঘ লাইনে বাড়ছে দুর্ভোগ। নারী শিশু ও বৃদ্ধরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে ক্লান্ত হয়ে পড়ছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে ধীর গতির কারণে পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে জানান যাত্রী ও ইমিশ্রেশন সংশ্লিষ্টরা।
ঈদকে সামনে রেখে গত এক সপ্তাহের ব্যবধানে যাত্রীর চাপ ৪ গুন বেড়ে গেছে বলে জানান ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ। ভ্রমণ ভিসা চালু সহ বিভিন্ন ক্যাটাগরির ভারতীয় ভিসা প্রার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে বলে জানান তিনি। তবে বেনাপোল ইমগ্রেশনে যাত্রী সেবার মান বাড়ায় দুর্ভোগ কমছে বলে জানান বন্দর উপ পরিচালক আব্দুল জলিল। দ্রুত যাত্রী সেবায় প্রশাসনের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ওসি রাজু আহম্মেদ।
গত ৭দিন আগে যেখানে যাত্রী গমনাগমন ছিল প্রতিদিন দেড় থেকে ২হাজার এখন বেড়ে দাড়িয়েছে প্রায় ৭ হাজারে। দিনদিন যাত্রীর চাপ বাড়ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

0 Shares