Home » সারাদেশ » বেনাপোল স্থলপথে ভারত থেকে ফেরাযাত্রীর দেহে মাংকিপক্স সন্দেহে আইসোলেশনে

বেনাপোল স্থলপথে ভারত থেকে ফেরাযাত্রীর দেহে মাংকিপক্স সন্দেহে আইসোলেশনে

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল স্থলপথে ভারত থেকে ফেরা এক যাত্রীর দেহে মাংকিপক্স সন্দেহে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্যপরিচর্যা কেন্দ্রের কর্মকর্তারা তার শরীরে প্রচণ্ড জ্বরসহ মাংকিপক্স উপসর্গের কারণে যাত্রীকে নাভারন স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে তাকে আইসোলেশনের নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউছুপ আলম জানান,শুক্রবার সকালে ভারত থেকে ফেরেন মহেশপুর শৈলকুপা এলাকার ইব্রাহিম শাহের পুত্র আব্বাস আলী। চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের কর্মকর্তা ডা: মহাসিনা আক্তার রুম্পা তার শরীরের গতিবিধি সন্দেহ হলে যাত্রীকে মাংকিপক্স সেন্দেহে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। উন্নত পরীক্ষার জন্য তাকে যশোর আইসোলেশনে পাঠানো হয়েছে। পরীক্ষার পর জানা যাবে প্রকৃত রোগের কারণ। তবে ডা; মহাসিনাবলেন তার শরীরে চিকেন পক্সের লক্ষণও বিদ্যমান।

0 Shares