Home » খেলাধুলা » ভোলায় বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জম্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৩ টায় দিকে চরফ্যাশন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধু আন্ত: ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দীন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী লুইপা, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুনামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বােধনী খেলায় অংশগ্রহণ করেন চরমাদ্রাজ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ওসমানগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় মোট ১৬ টি ইউনিয়ন অংশ গ্রহণ করবেন।
এছাড়া প্রধান অতিথি চরফ্যাশনে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের গ্যালারী,প্যাভিলিয়ন, ফ্লাড লাইটের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

0 Shares