Home » সারাদেশ » মহান বিজয় দিবসে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবসে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা যুবলীগ ছাত্রলীগ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ,পুলিশ সুপার মো. মিজানুর রহমান,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,একুশে টিভির প্রতিনিধি মো. আব্দুস সালাম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,১৯৭১ সালের আজকের ঐদিনে পাকিস্থানী হানাদার বাহিনীর আত্ম সমর্পনের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। তাই এই দিনটির জন্য দেশের দামাল ছেলেরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে তখন ত্রিশলাখ শহীদ ও দু’লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আজকের এই বিজয় দিবস।

0 Shares